Dr. Neem
Dr. Neem Hakim

দুবাই যেতে কোন বাধা নেই, জেনে নিন ফ্লাইট শিডিউল


আগামী নিউজ | প্রবাস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৩, ২০২১, ১০:১০ পিএম
দুবাই যেতে কোন বাধা নেই, জেনে নিন ফ্লাইট শিডিউল

ফাইল ছবি

ঢাকাঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ০৩ অক্টোবর, ২০২১, রবিবার থেকে ঢাকা- আবুধাবি রুটে সপ্তাহে দুইটি এবং ০৪ অক্টোবর, ২০২১, সোমবার থেকে ঢাকা-দুবাই রুটে সপ্তাহে ৫টি করে ফ্লাইট পরিচালনা করবে। সম্মানিত যাত্রীগণ এখন থেকেই এ দুইটি রুটের টিকেট ক্রয় করতে পারবেন।

ঢাকা-আবুধাবি রুটে প্রতি রবিবার ও বৃহস্পতিবার এবং ঢাকা-দুবাই রুটে প্রতি সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার নিয়মিত সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সম্মানিত যাত্রীগণ বিমানের যে কোন সেলস্ অফিস, বলাকাস্থ প্রধান কার্যালয়ের সেলস্ সেন্টার (২৪/৭): মোবাইল নং-০১৭৭৭৭১৫৬৩০-৩১ ফোন: +৮৮-০২-(৮৯০১৬০০-০৯) এক্সটেনশন ২১৩৫/২১৩৬, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকেট ক্রয় করতে পারবেন।

আগামীনিউজ/শরিফ