Dr. Neem on Daraz
Victory Day

প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়াল সৌদি আরব


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২১, ১০:২৮ এএম
প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়াল সৌদি আরব

ছবি: সংগৃহীত

ঢাকাঃ মহামারি করোনায় সৃষ্ট পরিস্থিতিতে আটকে পড়া প্রবাসীদের সুসংবাদ দিয়েছে সৌদি আরব সরকার। প্রবাসী কর্মীদের জন্য বসবাসের অনুমতি বা ইকামার মেয়াদ বিনা মূল্যে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধির ঘোষণা দিয়েছে দেশটি। খবর আরব নিউজের

খবরে বলা হয়, ভিজিট ভিসা, এক্সিট ও রি-এন্ট্রি ভিসার ক্ষেত্রেও একই সুবিধা দেবে মধ্যপ্রাচ্যের দেশটি। এছাড়া নিষেধাজ্ঞার কবলে থাকা দেশগুলোর নাগরিকদের ভিজিট ভিসার মেয়াদও একইভাবে বৃদ্ধি হবে।

সম্প্রতি বাদশাহ সালমানের নির্দেশে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি পাসপোর্ট বিভাগ জানায়, স্বয়ংক্রিয়ভাবে ওই মেয়াদ বাড়ানো হবে। এ জন্য কাউকে পাসপোর্ট অফিস বা সংশ্লিষ্ট দপ্তরে যেতে হবে না। নভেল করোনাভাইরাস (কভিড-১৯) মহামারির কারণে যেসব দেশ থেকে সৌদি আরবে যাওয়া যাচ্ছে না তাদের ‘ইকামার’ মেয়াদ বাড়ানো হয়েছে। একই সঙ্গে ওই দেশগুলোতে অবস্থানকারীদের ‘ভিজিট ভিসার’ মেয়াদও বাড়ানো হয়েছে। 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে