 
                            
                                                ঢাকাঃ ইতালির বাণিজ্যিক নগরী মিলানে প্রাইভেটকার ও ট্রাকের সংঘর্ষে শাহীন শাহীলা নামের (৩১) দুবাই প্রবাসী বাংলাদেশি নারী মারা গেছেন। এতে আরও ৫ জন আহত হয়েছে। তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় মিলান থেকে সন্দ্রিয় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহীলার দেশের বাড়ি চট্টগ্রাম।
জানা গেছে, নিহত নারীর স্বামী মো. শিবলী সপরিবারে ইতালিতে বেড়াতে যান। মিলান থেকে সন্দ্রিয় যাওয়ার পথে প্রাইভেটকার ও ট্রাকের মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলেই ওই নারী মারা যান। এসময় গাড়িতে থাকা অন্য ৫ জন আহত হন। তাদের মধ্যে দুজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খবর পেয়ে মিলানের পুলিশ ঘটনাস্থালে পৌঁছে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো রাস্তা থেকে সরিয়ে নেয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
বুইউ
-20251013141837.jpg) 
      -20251013095452.jpg) 
       
       
       
      -20250923081410.jpg) 
       
       
       
      -20250815155757.jpg)