Dr. Neem on Daraz
Victory Day

মালয়েশিয়ায় ১৭২ বাংলাদেশি আটক


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: অক্টোবর ২১, ২০২১, ০৯:২২ এএম
মালয়েশিয়ায় ১৭২ বাংলাদেশি আটক

ফাইল ছবি

ঢাকাঃ মালয়েশিয়ায় একটি নির্মাণস্থলে যৌথ অভিযান চালিয়ে ১৭২ বাংলাদেশিসহ ২১৩ অভিবাসী কর্মীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

বুধবার কুয়ালালামপুরের সেতাপাকের ওয়াংসা মাজু থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন তিনজন নারী।

এর আগে ওই এলাকায় সমন্বিত অভিযান চালায় মালয়েশিয়ার অভিবাসন বিভাগ, রয়্যাল মালয়েশিয়ান পুলিশ (পিডিআরএম), ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট (জেপিএন) ও মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্স (এপিএম)।

অভিযানে মোট ২৫৪ বিদেশি কর্মীকে আটক করে তাদের কাগজপত্র যাচাই করা হয়। এরপর অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধে জড়িত থাকায় গ্রেফতার করা হয় ২১৩ জন নির্মাণ শ্রমিককে।

এদের ১৭২ জন বাংলাদেশি, ইন্দোনেশিয়া ২০, পাকিস্তান ১০, ভিয়েতনাম ছয়, ভারত তিন এবং মিয়ানমারের দুইজন নাগরিক রয়েছেন।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে