Dr. Neem on Daraz
international mother language day

বিএনপির সংবাদ সম্মেলন ৩টায়


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২, ০১:১১ পিএম
বিএনপির সংবাদ সম্মেলন ৩টায়

ঢাকাঃ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন এ তথ্য।

তিনি বলেন, আজ (৯ ডিসেম্বর) শুক্রবার বিকেল ৩টায় গুলশানে চেয়ারপারসন অফিসে সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বক্তব্য রাখবেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

শুক্রবার বেলা ১১টা থেকে বিএনপির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। এরপর জানানো হলো এ তথ্য।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নিজ নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাদের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উদ্বুদ্ধ পরিস্থিতিতে পরবর্তী করণীয় নির্ধারণ ও শনিবারের ঢাকার সমাবেশের স্থান নির্ধারণসহ সার্বিক পরিস্থিতি নিয়ে স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে বিকালের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

বুইউ