Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

আজ জাতিসংঘের মানবাধিকার দলের সঙ্গে মতবিনিময় করবে আ.লীগ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ১৮, ২০২২, ০৮:২৪ এএম
আজ জাতিসংঘের মানবাধিকার দলের সঙ্গে মতবিনিময় করবে আ.লীগ

ঢাকাঃ ঢাকায় সফররত জাতিসংঘের মানবাধিকার প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ৮টায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

বুধবার রাতে আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মো. সায়েম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মতবিনিময় সভায় আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্য হিসেবে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল অংশ নেবেন।

এর আগে গত ১৪ আগস্ট ঢাকায় আসেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচলেট। দেশের মানবাধিকার পরিস্থিতি দেখতে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে পাঁচ দিনের সফরে ঢাকায় এসেছে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার সংস্থার কর্তারা।

বুধবার দুপুরে বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেছে সফররতরা।

বিএনপির প্রতিনিধি দলে মতবিনিময় সভায় অংশ নেন দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মানবাধিকারবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল এবং দলটির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর ছেলে আবরার ইলিয়াস।

এমবুইউ