Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

সাবেক এমপি গৌতম চক্রবর্তী আর নেই


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ২৭, ২০২২, ০৪:১৩ পিএম
সাবেক এমপি গৌতম চক্রবর্তী আর নেই

ঢাকাঃ চারদলীয় জোট সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রী, বিএনপির পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী মারা গেছেন। শুক্রবার (২৭ মে) দুপুর ১টা ৩০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী এর আগে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে মারা যান তিনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতাল মরদেহ দেখতে যাচ্ছেন বলেও জানান শায়রুল কবির খান।

পারিবা‌রিক সূ‌ত্রে জানা গেছে, সাবেক সংসদ সদস্য গৌতম চক্রবর্তীর মরদেহ টাঙ্গাইলের নাগরপুরের নিজ বাড়িতে নিয়ে আসা হবে। পরে তার অন্ত্যেষ্টিক্রিয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, গৌতম চক্রবর্তী ১৯৯৬ ও ২০০১ সালে টাঙ্গাইল-৬ আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।

এমবুইউ