Dr. Neem on Daraz
Victory Day

৩ উপজেলা ও ৬ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী যারা


আগামী নিউজ | আগামী নিউজ ডেস্ক প্রকাশিত: মে ১৪, ২০২২, ০৮:১৫ এএম
৩ উপজেলা ও ৬ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী যারা

ঢাকাঃ তিন উপজেলা ও ছয়টি পৌরসভায় দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

শুক্রবার (১৩ মে) রাতে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। 

তিন উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী যারা-
দিনাজপুরের খানসামা উপজেলায় চেয়ারম্যান পদে মো. সাফিউল আযম চৌধুরী, সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে মঞ্জুর কাদির শাফি ও খাগড়াছড়ির গুঁইমারা উপজেলায় চেয়ারম্যান পদে মেমং মারমা নৌকার টিকিট পেয়েছেন। 

ছয় পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী যারা-
মেহেরপুরের সদর পৌরসভায় মেয়র পদে মো. মাহফুজুর রহমান (রিটন), ঝিনাইদহ সদর পৌরসভায় মেয়র পদে মো. আব্দুল খালেক, গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভায় মেয়র পদে মো. আতিকুর রহমান মিয়া, সিলেটের বিয়ানী বাজার পৌরসভায় মেয়র পদে মো. আব্দুস শুকুর, রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভায় জমির হোসেন নৌকার মাঝি হয়ে নির্বাচনে লড়বেন।

গোপালগঞ্জ সদর পৌরসভা উন্মুক্ত রেখেছে ক্ষমতাসীন দল। 

এর আগে, শুক্রবার বিকালে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এক সভায় এ প্রার্থীতা চূড়ান্ত করা হয়।

আগামী ১৫ জুন ছয়টি পৌরসভা ও তিন উপজেলায় ভোট হবে। এসব স্থানে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে