Dr. Neem
Dr. Neem Hakim

বিএনপির যৌথ সভা দুপুরে


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২১, ১১:১৩ এএম
বিএনপির যৌথ সভা দুপুরে

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন দলীয় প্রধান খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থান জানাতে যৌথ সভা ডেকেছে বিএনপি।

বুধবার (২৪ নভেম্বর) দুপুর ১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে। 

যৌথসভায় দলের যুগ্ম-মহাসচিব, সম্পাদকমণ্ডলী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন।

চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যৌথসভা শেষে বিএনপি মহাসচিব সংবাদ সম্মেলন করবেন।

জানা গেছে, গুরুতর অসুস্থ দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাকে বিদেশ নিয়ে চিকিৎসা দেওয়ার দাবিতে করণীয় এবং পরবর্তী কর্মসূচি কী হবে তা ঠিক করতে এ সভা ডাকা হয়েছে।  

এর আগে, রোববার বিএনপির স্থায়ী কমিটির সভায় খালেদা জিয়ার মুক্তি ও তার বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আরও কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত হয়।

আগামীনিউজ/বুরহান