Agaminews
August

দুপুরে করোনা টিকা নেবেন খালেদা


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: জুলাই ১৯, ২০২১, ১২:০৩ পিএম
দুপুরে করোনা টিকা নেবেন খালেদা

ফাইল ছবি

ঢাকাঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ করোনাভাইরাসের ভ্যাকসিন নেবেন। 

সোমবার দুপুর ২টায় মহাখালী শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে তিনি টিকা নেবেন। 

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান  এ তথ্য নিশ্চিত করেন।

গত ৮ জুলাই ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে করোনার টিকার জন্য রেজিস্ট্রেশন করেন খালেদা জিয়া। রোববার তার টিকা দেওয়ার ফিরতি এসএমএস আসে। 

১৪ এপ্রিল করোনায় আক্রান্ত হন খালেদা জিয়া। ২৯ এপ্রিল তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ৫৩ দিন চিকিৎসা শেষে ১৯ জুন গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজায়’ ফেরেন তিনি।