দেশকে আফগানিস্তান বানানোর ষড়যন্ত্র চলছে- হানিফ
                        
                        
                            
                                 আগামী নিউজ | সুমন ইসলাম, ফরিদপুর জেলা প্রতিনিধি                                 প্রকাশিত: এপ্রিল ৮, ২০২১,  ০৪:৫২ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ফাইল ফটো
                                                
                            
                            
                            
                            
                        
                         ফরিদপুরঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহাবুবুল আলম হানিফ বলেছেন, দেশকে আফগানিস্তান বানানোর ষড়যন্ত্র হিসাবে পরিকল্পিত ভাবে দেশের বিভিন্ন স্থানে হামলা চালানো হচ্ছে। এরই অংশ হিসাবে ফরিদপুরের সালথা উপজেলা পরিষদে নারকীয় হামলা চালিয়ে ধ্বংসস্তুপে পরিনত করা হয়েছে। যারাই এই হামলার সাথে জড়িত কাউকেও ছাড় দেওয়া হবেনা। কেন্দ্রীয় আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল আজ দুপুরে সালথা উপজেলা পরিষদ পরিদর্শনে আসেন। 
 
মাহাবুবুল আলম হানিফ সালথা উপজেলা পরিষদের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন। 
 
সালথা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল ফারুক খান এমপি, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও এস এম কামালসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
 
পরে আওয়ামী লীগের প্রতিনিধি দল হামলায় ক্ষতিগ্রস্থ উপজেলা পরিষদের বিভিন্ন স্থান ঘুরে দেখেন। 
 
আগামীনিউজ/এএস