 
                            ছবিঃ সংগৃহীত
ঢাকাঃ বিএনপির উদ্দেশে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেছেন, আপনারা ঢাকায় বসে পড়লে আমরাও বসে পড়বো।
শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আয়োজিত বিএনপি-জামায়াতের সন্ত্রাসবিরোধী সমাবেশে তিনি এই কথা বলেন।আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ যৌথভাবে এই শান্তি সমাবেশের আয়োজন করে।
বিএনপির উদ্দেশে শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, ‘কথায় কথায় বলেন ঢাকায় বসে পড়বেন। আপনারা যদি ভাবেন সংবিধানের এক চুল বাইরে নির্বাচন হবে তাহলে সারা বাংলাদেশের কোটি কোটি আওয়ামী লীগের নেতাকর্মী রাস্তায় বসে পড়ব। আমরা দেখাব কত ধানে কত চাল।’
তিনি বলেন, আজকে যেভাবে লাখ লাখ যুবক ও ছাত্রদের উপস্থিতির মাধ্যমে এই শান্তি সমাবেশ সফল করেছি, একইভাবে আগামী নির্বাচনে লাখ লাখ ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার বিজয়, নৌকার বিজয় নিশ্চিত করবো।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের বিচলিত হওয়ার সুযোগ নেই। দয়াল মোরশিদ যার সখা তার কীসের ভাবনা।’
আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ।
বুইউ
-20251013141837.jpg) 
      -20251013095452.jpg) 
       
       
       
      -20250923081410.jpg) 
       
       
       
      -20250815155757.jpg)