Dr. Neem on Daraz
Victory Day

রাজারবাগে তাপসের মিছিল থেকে ডলির মিছিলে হামলা


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২০, ০১:০০ এএম
রাজারবাগে তাপসের মিছিল থেকে ডলির মিছিলে হামলা

ঢাকা : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নৌকা প্রতীকের মিছিল থেকে কাউন্সিলর প্রার্থী ফারহানা ইসলাম ডলির মিছিলে হামলার অভিযোগ উঠেছে। গ্লাস প্রতীকের প্রার্থী ডলি সংরক্ষিত আসনে (১, ১১ ও ১২ নম্বর ওয়ার্ড) আওয়ামী লীগ সমর্থিত বলে জানা গেছে।

শনিবার (২৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে রাজধানীর রাজারবাগে এ ঘটনা ঘটে।

আওয়ামী লীগ নেত্রী ফারহানা ইসলাম ডলি বলেন, ‘আমি এই এলাকায় দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করে আসছি। অথচ আওয়ামী লীগের মিছিল থেকে আমার মিছিলের ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এটা আমি কোনোভাবেই মানতে পারছি না।’

জানা যায়, বিকাল সাড়ে চারটার দিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তাপসের কর্মী-সমর্থকরা মিছিল নিয়ে মালিবাগের দিকে যাচ্ছিল। রাজারবাগ চানমারিবাট এলাকা অতিক্রমকালে সংরক্ষিত আসনের ‘গ্লাস’ প্রতীকের মিছিল সামনে পড়ে যায়। এ সময় নৌকার মিছিল থেকে ২০-৩০ জন যুবক গ্লাস প্রতীকের মিছিলের ওপর ইট পাটকেল ছুঁড়তে থাকে। এ সময় নৌকার লোকজন দলীয় সমর্থিত কাউন্সিলরের কয়েকজন কর্মী-সমর্থককে ধরে নিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে ফারহানা ইসলাম ডলির কয়েকজন সমর্থক আহত হন। এই হামলার ঘটনায় শাহজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ফারহানা ইসলাম ডলি বলেন, ‘আমি নিজেই দেখেছি সুয়েল শাহরিয়ারের লোকজন রিফাত, রানা, তুষারের নেতৃত্বে আমার মিছিলের উপর হামলা করেছে। আমি নিজেও আহত হয়েছি, আমার মাথার উপর ইট পড়েছে।’

তিনি আক্ষেপ করে বলেন, ‘আমি কিছুতেই বুঝে উঠতে পারতেছি না কীভাবে একজন দলীয় প্রার্থীর মিছিল থেকে আরেকজন দলীয় প্রার্থীর ওপর হামলা করা হয়। মির্জা আব্বাসের বাসার সামনে হামলা করেছে যাতে লোকজন বুঝে বিএনপির লোকজন হামলা করেছে। আসলে এরা বিএনপির কেউ না। আমি এই হামলার বিচার চাই।

 আগামীনিউজ/আরআর/এস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে