সিরাজগঞ্জ ৩ আসনের সাবেক সাংসদ আমজাদ হোসেন আর নেই
                        
                        
                            
                                 আগামী নিউজ | রানা আহমেদ,  সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি                                 প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২১,  ১২:৫৭ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ফাইল ফটো
                                                
                            
                            
                            
                            
                        
                        
সিরাজগঞ্জঃ ফুসফুসে সমস্যায় আইসিউতে লাইভ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা ম.ম আমজাদ হোসেন মিলন।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক সাংসদ মিলনের বড় মেয়ে সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য হোসনে আরা লাভলী।
তিনি বলেন, বেশ কিছুদিন যাবত ফুসফুস জনিত শারিরীক সমস্যায় ভুগছিলেন আমার পিতা আমজাদ হোসেন মিলন। শনিবার (গত ১০ এপ্রিল) সকালে শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে দ্রুত তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে আইসিউতে লাইভ সাপোর্টে থাকা অবস্থায় রোববার সকাল সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
 
আগামীনিউজ/এএস