Agaminews
Dr. Neem Hakim

‘অপরাধী দলের কিংবা ক্ষমতাবান হলেও ছাড় পাবে না’


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক ‌ প্রকাশিত: জুন ২৮, ২০২০, ০২:০৬ পিএম
‘অপরাধী দলের কিংবা ক্ষমতাবান হলেও ছাড় পাবে না’

সংগৃহীত ছবি

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, অপরাধী দলীয় পরিচয় কিংবা ক্ষমতাবান হলেও ছাড় দেওয়া হবে না।

রোববার (২৮ জুন) সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সরকারের দুর্নীতি বিরোধী অবস্থান আবারো মনে করিয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, শুধু স্বাস্থ্যখাতেই নয়, যেকোনো খাতের অনিয়ম, অন্যায়, দুর্নীতি রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স নীতিতে অটল।

করোনার এই সংকটে দেশের কয়েকটি জেলায় বন্যা দেখা দেওয়ায় তাদের পাশে দাঁড়ানোর জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের আহ্বান জানান তিনি।

আগামীনিউজ/এমআর

Dr. Neem