Agaminews
Dr. Neem Hakim

সাবেক প্রতিমন্ত্রী নূরুল ইসলাম আর নেই


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ২৬, ২০২০, ০২:৩৫ পিএম
সাবেক প্রতিমন্ত্রী নূরুল ইসলাম আর নেই

ছবি সংগৃহীত

ঢাকা: সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নূরুল ইসলাম মঞ্জু (৮৪) আর নেই । (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। 

সোমবার (২৫ মে) রাত ১১টা ৫০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে (সাবেক এপোলো) বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

নুরুল ইসলাম মনজুরের তৃতীয় ছেলে আহমেদ সোহেল মনজুর সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

নূরুল ইসলাম মঞ্জু বঙ্গবন্ধুর সময়ে বরিশাল থেকে ও পরে পিরোজপুর-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি রেল ও যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন। ১৯৬২ সাল থেকে ’৭৫ সাল পর্যন্ত বৃহত্তর বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। পরে জিয়াউর রহমানের সময় তিনি বিএনপিতে যোগদান করেন। মৃত্যু পর্যন্ত তিনি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ছিলেন।

আগামীনিউজ/মিজান 

Dr. Neem