Dr. Neem on Daraz
Victory Day

এখন বর্ষাকালঃ  যে সব বিষয়ে সতর্ক থাকবেন


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: জুলাই ২৬, ২০২১, ১০:৫৭ পিএম
এখন বর্ষাকালঃ  যে সব বিষয়ে সতর্ক থাকবেন

ছবিঃ সংগ্রহিত

-সর্দি-কাশি,  আমাশয়, টাইফয়েড, কলেরা  ও চরমরোগ।

-ভাইরাস, ব্যাক্টেরিয়া ও ফাঙ্গাস জনিত অন্যান্য রোগ-ব্যাধি।

-ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকনগুনিয়া।

- বিভিন্ন রকম পেটের পীড়া ও জন্ডিস,  পাকস্থলীর সংক্রমণ।

- এলার্জি  , জ্বর , মাথা যন্ত্রনা ও লেপ্টোস্পিরোসিস।

 - সাপ ও কুকুরের কামড়।

-বজ্রপাত।

-শিশু ও সাঁতার না জানাদের পানিতে ডুবে মৃত্যু ।

- যেখানে- সেখানের পানি পান না করা।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে