Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

২৪ ঘন্টায় ফের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: এপ্রিল ১১, ২০২১, ০৪:৩৬ পিএম
২৪ ঘন্টায় ফের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

ঢাকাঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরো ৭৮ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে এ পর্যন্ত সর্বোচ্চ। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৯ হাজার ৭৩৯ জনে।

এর আগে, গতকাল শনিবার (১০ এপ্রিল) একদিনে সর্বোচ্চ ৭৭ জন মারা গিয়েছিলেন। করোনা সংক্রমণের অবনতিশীল পরিস্থিতিতে আজ ফের সেই রেকর্ড নতুন করে লিখতে হলো।

রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮১৯ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা গতকালের চেয়ে কিছু বেশি। গতকাল শনাক্ত হয়েছিল ৫ হাজার ৩৪৩ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬ লাখ ৮৪ হাজার ৭৫৬ জনে।

আগামীনিউজ/নাসির