Agaminews
Dr. Neem Hakim
Dr. Neem Hakim

সড়ক দুর্ঘটনায় পিআইবির পরিচালক নিহত


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২০, ১২:৩০ পিএম
সড়ক দুর্ঘটনায় পিআইবির পরিচালক নিহত

ফাইল ছবি

ঢাকাঃ প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) পরিচালক (প্রশাসন) ও যুগ্ম সচিব মো. ইলিয়াস ভূইয়া সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

আজ রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

পিআইবির সহযোগী সম্পাদক (প্রকাশনা ও ফিচার) ফায়জুল হক বলেন, ‘আমরা যতটা জেনেছি তিনি মোটরসাইকেলে ঢাকা থেকে নারায়ণগঞ্জে যাচ্ছিলেন। তিনি পেছনে বসা ছিলেন। পথে শনির আখড়া ব্রিজের ঢালে একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ তার লাশ ঢাকা মেডিকেলে নিয়ে যায়।

সোমবার ইলিয়াস হোসেনের লাশ আল-মারকাজুল ইসলামে গোসল শেষে তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদ নগরে পাঠানো হবে বলে জানান তিনি।

আগামীনিউজ/এএইচ