Agaminews
Dr. Neem Hakim
Dr. Neem Hakim

ফটো সাংবাদিক রেহেনা আক্তার মারা গেছেন


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: জুন ২৯, ২০২০, ১০:৩০ পিএম
ফটো সাংবাদিক রেহেনা আক্তার মারা গেছেন

সংগৃহীত

ফটো সাংবাদিক রেহেনা আক্তার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ফটো সাংবাদিক হিসেবে দৈনিক ইত্তেফাকে কর্মরত ছিলেন।

সোমবার (২৯ জুন) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে নিজ বাড়ি ঢাকার মানিকনগরে মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল ৩৫ বছর। তিনি দুই কন্যা সন্তানের জননী। রেহেনার ভাই ফজিত শেখ বাবু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রেহেনা দীর্ঘদিন কোলন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু করোনা ভাইরাসের কারণে তাকে বাসায় নিয়ে চিকিৎসা করা হয়েছিল। হঠাৎ তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

রেহেনা আক্তার দৈনিক ইত্তেফাকের পূর্বে পাক্ষিক অনন্যা, বাংলা নিউজ টুয়েন্টিফোর অনলাইনসহ বিভিন্ন সংবাদমাধ্যমে দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করেন।

আগামীনিউজ/জেএফএস

Dr. Neem