Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

সাংবাদিক আবুল বাশার নুরু আর নেই


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ১৮, ২০২২, ০২:৪৭ পিএম
সাংবাদিক আবুল বাশার নুরু আর নেই

ঢাকাঃ রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং আমাদের সময় ডটকমের জ্যেষ্ঠ সাংবাদিক আবুল বাশার নুরু মারা গেছেন।

শুক্রবার দুপুরে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৭ বছর। দীর্ঘদিন ধরে হার্টের সমস্যা ভুগছিলেন তিনি।

আবুল বাশারের ছোট মেয়ে নওরিন জানান, সকালে আব্দুল্লাপুরের নিজ বাসায় শ্বাসকষ্ট ও বুকে ব্যথা অনুভব করেন তার বাবা। দ্রুত উত্তরার লুবানা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন নুরু।

বাদ জুমা উত্তরায় নামাজে জানাজা শেষে তার মরদেহ নেওয়া হবে জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ ফরিদপুরের নিজ গ্রামে নেওয়া হবে। সেখানে জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এমএম