Dr. Neem on Daraz
Victory Day

নানা আয়োজনে ভোলায় ঢাকা পোস্টের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


আগামী নিউজ | ভোলা প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২২, ০৫:১৫ পিএম
নানা আয়োজনে ভোলায় ঢাকা পোস্টের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবিঃ আগামী নিউজ

ভোলাঃ ভোলায় নানা আয়োজনে দেশের জনপ্রিয় মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল ঢাকা পোস্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ভোলা প্রেসক্লাবের মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে জনপ্রিয় নিউজ পোর্টাল ঢাকা পোস্ট দ্বিতীয় বর্ষে পদার্পণ করে। 

অনুষ্ঠানে ভোলার প্রবীন সাংবাদিক ও দৈনিক আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম। 

এসময় বক্তারা বলেন, অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট এক বছরেই দেশ বিদেশি বেশ জনপ্রিয়তা পেয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ কারণে নিউজ পোর্টালটি এগিয়ে ইতিমধ্যে পাঠকের আস্থার গণমাধ্যম হিসেবে পরিচিতি পেয়েছে ঢাকা পোষ্ট। ঢাকা পোস্ট বাংলাদেশে অনলাইন নিউজ পোর্টালের মধ্যে শীর্ষ দ্বিতীয় স্থানে অবস্থান করছে। পাশাপাশি তৃনমুল পর্যায়ের খবর প্রকাশের মাধ্যমে ইতোমধ্যেই ঢাকা পোস্ট ভোলায় তার অবস্থান তৈরি করেছেন। এসময় তারা ঢাকা পোস্ট এর কর্মরত সকল কলাকৌশলের মঙ্গল কামনা করেন। 

এ সময় বিশেষ অতিথি ছিলেন, ভোলার প্রবীন সাংবাদিক এম আবু তাহের,  সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, প্রেসক্লাব সহ-সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি জুন্নু রায়হান, ভোলা প্রেস ক্লাব সম্পাদক অমিতাভ রায় অপু, ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার উপাধ্যক্ষ মোবাশ্বেরুল হক নাঈম, সংগীত শিল্পী মনিরুল ইসলাম। 

এছাড়াও উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন, এসএ টেলিভিশন প্রতিনিধি শাহাদাত হোসেন শাহিন, সময় টেলিভিশন প্রতিনিধি নাছির উদ্দিন লিটন, একাত্তর টেলিভিশন প্রতিনিধি কামরুল ইসলাম, বাসস্ প্রতিনিধি হাসনাইন আহমেদ মুন্না, গাজী টেলিভিশন প্রতিনিধি হেলাল উদ্দিন, এটিএন নিউজ প্রতিনিধি সিদিকউল্লা, যমুনা টেলিভিশন প্রতিনিধি এইচ এম জাকির, চ্যানেল-২৪ প্রতিনিধি আদিল হোসেন তপু, মানবকন্ঠর প্রতিনিধি আনেয়ার হোসেন সুজন, ডিবিসি টেলিভিশন প্রতিনিধি অচিন্ত মজুমদার,  বাংলা টেলিভিশন প্রতিনিধি জুয়েল সাহা বিকাশ,দীপ্ত টেলিভিশন প্রতিনিধি আবিদুল আলম, দৈনিক আজকের ভোলার সহযোগী সম্পাদক শাহরিয়ার জিলন, গ্লোবাল টেলিভিশন প্রতিনিধি অনিক আহমেদ, স্থানীয় ভোলার বানী পত্রিকার স্টাফ রিপোর্টার মেজবাহ উদ্দিন টুটুলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় অন্যান্য সাংবাদিক ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। 

আবৃত্তি শিল্পী মশিউর রহমান পিংকুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা পোস্টের ভোলা জেলা প্রতিনিধি ইমতিয়াজুর রহমান। 

এ ছাড়াও ঢাকা পোস্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে করোনাকালীন সময়ে মানবসেবায় অবদান রাখায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ভোলা জেলা যুব রেডক্রিসেন্ট সদস্যদের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি ভোলা পুলিশ সুপার মুহাম্মদ সাইফুল ইসলাম।

আগামীনিউজ/এসএসআই

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে