Dr. Neem
Dr. Neem Hakim

উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক সম্মেলন


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২১, ১১:০১ পিএম
উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের  দ্বি-বার্ষিক সম্মেলন

ছবিঃ আগামী নিউজ

টাঙ্গাইলঃ উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক সম্মেলন ও বনভোজন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলাস্থ সাগরদিঘী অনিকনগর পার্কে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ।বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক কাজী জাকেরুল মওলা।

উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি প্রবীন সাংবাদিক অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাংগঠনিক মতামত ব্যক্ত করেন, ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি খান ফজলুর রহমান, ফোরামের সাধারন সম্পাদক মোল্লাহ মুশফিকুর রহমান, ফোরামের সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার দত্ত,এলেঙ্গা প্রেস ক্লাবের সভাপতি কামরুল ইসলাম মিলন, মধুপুর প্রেস ক্লাবের সভাপতি আঃ আজিজ,  ধনবাড়ি প্রেস ক্লাবের সভাপতি স.ম. জাহাঙ্গির আলম, ভূয়াপুর প্রেস ক্লাবের সভাপতি শাহালম প্রামানিক, ধনবাড়ি  প্রেস ক্লাবের সাধারন সম্পাদক অনছার আলী, হাবিবুর রহমান, ঘাটাইল প্রেস ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক আবদুল লতিফ প্রমুখ। দ্বিতীয় পর্বে বৃজ মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্র ও মিল্টন স্পোর্স এর সৌজন্যে উৎসবমুখর পরিবেশে লটারি অনুষ্ঠিত ও পুরুস্কার বিতরন করা হয়েছে।