কুড়িগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
                        
                        
                            
                                 আগামী নিউজ | জাহাঙ্গীর আলম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি                                 প্রকাশিত: আগস্ট ২৫, ২০২১,  ০৬:২৫ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ছবি: সংগৃহীত
                                                
                            
                            
                            
                            
                        
                        
কুড়িগ্রামঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 
 
আজ বুধবার (২৫ আগষ্ট)  ১২ টায় কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম  কেন্দ্রীয় কমিটির  সহ সভাপতি সাইদুর রহমান রিমন ও বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক নঈম নিজাম সহ ১১ জনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি  মামলা প্রত্যাহারের দাবীতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
মানববন্ধন শেষে কুড়িগ্রাম প্রেসক্লাবের হলরুমে প্রতিবাদ সমাবেশে অনতিবিলম্বে সাংবাদিকদের নামে  মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান সাংবাদিক নেতারা। দৈনিক কুড়িগ্রাম খবর পত্রিকার সম্পাদক ছানালাল বখশী প্রতিবাদ কর্মসূচীর প্রারম্ভে  মামলা প্রত্যাহারের দাবী জানান।  
 
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একুশে টিভির জেলা প্রতিনিধি বিএমএসএফ কুড়িগ্রাম উপদেষ্টা আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম জেলা  বিএমএসএফ সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির উপ প্রচার সম্পাদক,  জাতীয় দৈনিক পত্রিকা বাংলাদেশ সমাচার ও নতুনবার্তা'র  জেলা প্রতিনিধি  আবু জাফর সোহেল রানা, কুড়িগ্রাম প্রেসক্লাবের প্রচার সম্পাদক গোলাম মাসুদ, রাজারহাট উপজেলা বিএমএসফের সভাপতি আনিছুর রহমান লিটনসহ বিভিন্ন সংগঠনের সাংবাদিকবৃন্দ।