নওগাঁয় সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবী
                        
                        
                            
                                 আগামী নিউজ | এ কে সাজু, নওগাঁ জেলা প্রতিনিধি                                 প্রকাশিত: মে ১৯, ২০২১,  ০২:৩১ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ছবিঃ আগামী নিউজ
                                                
                            
                            
                            
                            
                        
                        
নওগাঁঃ প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনস্থা এবং সাজানো মামলায় গ্রেফতারের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন করেছেন সাংবাদিকরা। 
 
বুধবার (১৯ মে) বেলা ১১টায় নওগাঁ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। নওগাঁ জেলা প্রেসক্লাব আয়োজিত এ কর্মসূচিতে সাংবাদিক ছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ ও পেশাজীবীরা অংশ নেন।
 
নওগাঁ প্রেস ক্লাবের সভাপতি বিশ্বজিৎ সরকার মনির সভাপতিত্বে মানববন্ধন বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন জুয়েল, সিনিয়র সহ-সভাপতি আবুবক্কর সিদ্দিক,  সাবেক সাধারন সম্পাদক শফিকুল ইসলাম খোকন, সামাজিক সংগঠন একুশে পরিষদের  সভাপতি বিএম আব্দুল বারি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আহবায়ক জয়নাল আবেদীন মুকুলসহ সাংবাদিক নেতারা।
 
মানববন্ধন থেকে বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে উল্লেখ করে অবিলম্বে তার মুক্তির দাবি জানান। একই সঙ্গে রোজিনা ইসলামকে নির্যাতনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
 
অন্যদিকে সকাল ১০ টায় শহরের মুক্তির মোড়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর আয়োজনে একই দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
 
এখানে বক্তব্য রাখেন,  সুজনের সভাপতি মোফাজ্জল হোসেন, সম্পাদক সম্পাদক মাহমুদুর নবী বেলাল, সাংবাদিক খোরশেদ আলম, ফারমান আলী, অন্তত আহম্মেদ প্রমুখ।
 
এসময় বক্তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় খুবই দুর্নীতিগ্রস্ত একটা জায়গা। সেখানে একজন সাংবাদিকের সঙ্গে এমন ব্যবহারের কারণে আমরা খুবই উদ্বিগ্ন। সাধারণ মানুষও আতঙ্কিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই চিত্রই দেখা যাচ্ছে। রোজিনার মুক্তির দাবী শুধু সাংবাদিকদের দাবী নয়, গণমানুষের দাবী হয়ে দাঁড়িয়েছে। মামলা প্রত্যাহারসহ রোজিনার মুক্তি যতদিন না হচ্ছে ততদিন সাংবাদিকরা আন্দোলন চালিয়ে যাবেন।#