Dr. Neem on Daraz
Victory Day

ব্রাজিলের প্রেসিডেন্টের ভিডিও সরিয়ে দিলো ইউটিউব


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ২৩, ২০২১, ০৮:২৫ এএম
ব্রাজিলের প্রেসিডেন্টের ভিডিও সরিয়ে দিলো ইউটিউব

ঢাকা: করোনায় ব্রাজিল ভয়াবহভাবে ভুগলেও শুরু থেকেই লকডাউন, মাস্ক ও টিকা বিরোধী বক্তব্য দিয়ে নানা বিতর্কের জন্ম দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জায়ার বলসোনারো। এবার তার ভিডিও সরিয়ে দিলো ইউটিউব। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি বলছে, করোনাভাইরাস সম্পর্কে ভুল তথ্য ছড়ানোর কারণে তারা এ পদক্ষেপ নিয়েছে।

টেক জায়ান্টটি আরও জানায়, এর সঙ্গে মতাদর্শ বা রাজনীতির কোনো সম্পর্ক নেই।

তারা কনটেন্ট নীতিমালার অধীনে ভিডিও সরিয়ে দিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, বলসোনারোর ১৫টির মতো ভিডিও সরানো হয়েছে। তবে ইউটিউবের সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করেনি প্রেসিডেন্টের অফিস।

এ সব ভিডিওর কিছু সরাসরি সম্প্রচারিত। যেখানে বিভিন্ন বিষয় নিয়ে জাতির ‍উদ্দেশে সাপ্তাহিক ভাষণ ও মন্ত্রীদের সঙ্গে কথোপকথন রয়েছে।

একটি ভিডিওতে ব্রাজিলের সাবেক স্বাস্থ্যমন্ত্রী এডুয়ার্দো পাজুয়েল্লোকে এইডসের সঙ্গে করোনার তুলনা করতে দেখা যায়। আরেক ভিডিওতে এক চিকিৎসক করোনার ওষুধ নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেন, যার পক্ষ নেন প্রেসিডেন্ট।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে