Dr. Neem on Daraz
Victory Day
গাজার ইতিহাস আরও লিখবে

গাজার ইতিহাস আরও লিখবে


আগামী নিউজ | -- কবি এবিএম শাহাবুদ্দীন প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ০১:১৮ পিএম
গাজার ইতিহাস আরও লিখবে

গাজার ইতিহাস আরও লিখবে।

৷৷ গাজার ইতিহাস আরও লিখবে।।
    -- কবি এবিএম শাহাবুদ্দীন 

ইতিহাস আরো লিখব গাজায় ২৩০ জন্য সাংবাদিককে সত্য প্রকাশের অপরাধে হত্যা করা হয়েছে যাদের  অনেককে পুরা পরিবারসহ যা ২য় বিশৃযুদ্ধসহ  অদ্যাবধি সকল সাংবাদিক নিহতের চেয়েও বেশি। 

ইতিহাস লিখবে গাজায় ২০,০০০হাজারের অধিক শিশুকে হত্যা করা হয়েছে, ইতিহাস লিখবে ইসরাইলিরা গোটা গাজাকে হিরোশিমা ও নাগাসাকীর এটম বোমার ২০ গুন বেশি আমেরিকান বোমা দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে গাজা, ইতিহাস লিখবে ৬০,০০০ হাজার নিরস্ত্র  মানুষকে ইসরাইল হত্যা করেছে এবং ৪০,০০০ মানুষ মাটির নিচে চাপা পড়েছে যাদের উদ্ধার করা যায়নি। 

ইতিহাস লিখবে ২মিলিয়ন গাজাবাসীকে গৃহহীন করা হয়েছে, ইতিহাস লিখবে খাবার, পানি, জ্বালানী, বিদুৎ বন্ধ করে একটা পুরো জনগোষ্ঠিকে অপুষ্টি শিকার করে মারার ব্যবস্থা হয়েছে, ইতিহাস লিখবে ইসরাইল আমেরিকার এলাই বা বন্ধু রাষ্ট্র  ছিল, আমেরিকা ইসরায়েল দ্বারা পরিচালিত হতো। 

তাদের দোসর ছিলো ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানী, কানাডা, ইতিহাস লিখবে ইতিহাসের সবচেয়ে ঘৃনিত যুদ্ধপরাধীর নাম বেনিয়ামিন নেতানিয়াহু, ইতিহাস আরও লিখবে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী মুসলমান ফিলিস্তিনিদের হত্যা ইসরায়েলকে সহযোগিতা করেছিল, এভাবে লিখতে থাকলে আমি নিজেই ইতিহাসবিদ হয়ে যাবো তাই এখানেই ক্ষ্যান্ত দিলাম।।

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে