Dr. Neem on Daraz
Victory Day

২০১৯ এ ফেসবুক, ইউটিউবে ভাইরাল যা কিছু


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১, ২০২০, ০৮:৪৩ পিএম
২০১৯ এ ফেসবুক, ইউটিউবে ভাইরাল যা কিছু

সদ্য বিদায় নিয়েছে ২০১৯ সাল। বিদায় নিলেও গত বছরের কিছু আলোচিত বিষয়ের রেশ হয়তো থেকে যাবে আরো কিছু দিন। গেল বছরে পেঁয়াজ-লবণ ছাড়াও ১০ টাকায় চা-চপ-সিঙ্গারা থেকে শুরু করে পদ্মা সেতুতে মাথা, প্রিয়া সাহা, ডিসির খাস-কামরা এবং ‘ঢেলে দেই’— সবই ছিল আলোচিত ইস্যুর তালিকায়।

বিবিসি বাংলার সৌজন্যে আলোচিত সেই খবরগুলো আগামী নিউজ এর পাঠকদের জন্য এখানে তুলে ধরা হলো। 

‘খুশিতে ঠ্যালায়, ঘোরতে’...
৩০ ডিসেম্বরের নির্বাচনের রেশ কাটতে না কাটতেই নতুন বছর শুরু হয়েছিল ভাইরাল একটি টিকটক ভিডিওর মাধ্যমে।

২০১৪ সালের নির্বাচনে একবার ভোট দেওয়ার পরও আবার ভোটের লাইনে কেন দাঁড়িয়ে, জানতে চাইলে কয়েকজন নারীর উত্তর ছিল— ‘এই মনে করেন ভাল্লাগে, খুশিতে ঠ্যালায়, ঘোরতে।’

শখের বশে বানানো এক টিকটক ভিডিওর মাধ্যমে এই কথাগুলো ভাইরাল হয়ে যায়।

অর্শিয়া সিদ্দিকা রোদসী ও তার বোন আসনা সিদ্দিকার শখের বশে বানানো ভিডিও যে এতটা জনপ্রিয়তা পাবে— তা তারা চিন্তাও করেননি।

রোদসী এক সাক্ষাতকারে জানিয়েছিলেন, ভিডিওটি নিতান্তই শখের বশে বানিয়ে আপলোড করেন তিনি; চিন্তাও করেননি এটি এতটা জনপ্রিয়তা পাবে।

১০ টাকায় চা, চপ, সিঙ্গারা...
‘...তুমি পৃথিবীর ইতিহাসে কোথাও পাবে না ১০ টাকায় এক কাপ চা, একটি সিঙ্গারা, একটি চপ এবং একটি সমুচা— ১০ টাকায় পাওয়া যায় বাংলাদেশে, পৃথিবীতে। এটি যদি কোনো আন্তর্জাতিক সম্প্রদায় জানতে পারে, তাহলে এটা গিনেস বুকে রেকর্ড হবে।...এগুলো পাওয়া যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে।’

এমন বক্তব্য দিয়ে জানুয়ারি মাসের শেষ দিকে আলোচনায় ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য মো. আখতারুজ্জামান।

সাংবাদিককে আত্মহত্যার পরামর্শ...
এদিকে এক সাংবাদিককে আত্মহত্যার পরামর্শ দিয়েও ভাইরাল বনে যান রেল সচিব মোফাজ্জল হোসেন।

ট্রেনের টিকেটের নির্ধারিত মূল্যের চেয়ে কেন বেশি দাম রাখা হচ্ছিল—  সচিবের কাছে জানতে গিয়েছিলেন একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক।

আর সচিব বলে বসলেন— ‘আপনি এখন আত্মহত্যা করেন। একটি স্টেটমেন্ট লিখে যান যে রেলের লোকেরা আমার সাথে কথা বলতে চাচ্ছে না। এই মর্মে ঘোষণা দিলাম যে তারা কথা না বলার কারণে আমি আত্মহত্যা করলাম।’

পরে অবশ্য গণমাধ্যমকে সচিব মোফাজ্জল হোসেন জানান তিনি ‘রসিকতা’ করেছিলেন মাত্র।

ভারতীয় পাইলট আভিনন্দনের গোঁফ...
বছরের ফেব্রুয়ারির শেষ আর মার্চের শুরুতে সবচেয়ে আলোচিত বিষয় ছিল পাকিস্তানের বালাকোটে ভারতের হামলার দাবি ও তা নিয়ে দু’দেশের মধ্যে উত্তেজনা।

তবে এই উত্তেজনায় সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেলেন পাকিস্তানের হাতে আটকেপড়া ভারতীয় পাইলট আভিনন্দন ভার্থামান।

৫৮ ঘণ্টা পাকিস্তানের সেনাদের হাতে বন্দী থাকার পর ভারতে ফিরে প্রচুর প্রশংসা কুড়ান তিনি।

রাতারাতি ‘জাতীয় বীর’ বনে যাওয়া এই পাইলটের স্টাইলে বাহারি গোঁফ রাখার হিড়িক পড়ে যায় তখন ভারতে।

‘গা ঘেঁষে দাঁড়াবেন না’...
এপ্রিলের শুরু দিকে ঢাকায় একটি টি-শার্টের লেখা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। সেখানে লেখা ছিল— ‘গা ঘেঁষে দাঁড়াবেন না’।

ঢাকার একটি ইন্টারনেটভিত্তিক নারীদের পোশাক ও অলঙ্কার তৈরির প্রতিষ্ঠান এই ডিজাইনের টি-শার্টটি তৈরি এবং বাজারজাত করা শুরু করেছিল।

বাংলাদেশে গণপরিবহনে হয়রানিমূলক ঘটনার প্রতিবাদ হিসেবে এ ধরনের বার্তা টি-শার্টে লেখার চিন্তা মাথায় আসে বলে গণমাধ্যমকে জানান প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীদের একজন এবং টি-শার্টের ডিজাইনার জিনাত জাহান নিশা।

এই প্রচারণার প্রতিক্রিয়ায় অধিকাংশ মানুষ নেতিবাচক মন্তব্য করলেও অনেকেই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

পদ্মা সেতুতে কাটা মাথা লাগার গুজব...
‘পদ্মা সেতুর নির্মাণ কাজের জন্য মানুষের মাথা লাগবে’— এমন গুজব সামাজিক মাধ্যম থেকে অবশ্য লোকমুখে ভাইরাল হয়ে পড়েছিল।

দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় এমনকি স্কুলে পর্যন্ত এই গুজব জনমনে ভীতি তৈরি করেছিল।

এই গুজবের জের ধরে গণপিটুনিতে বেশ কয়েকটি হত্যার ঘটনা ঘটে। ঢাকার একটি স্কুলে সন্তানকে ভর্তি করানোর তথ্য জানতে গেলে গণপিটুনির শিকার হয়ে মারা যান তাসলিমা বেগম রেণু।

তিন কোটি ৭০ লাখ নিখোঁজ : প্রিয়া সাহা...
এ বছরের ১৭ই জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর সাথে হোয়াইট হাউজে বাংলাদেশের সংখ্যালঘু অধিকার আন্দোলনকারী প্রিয়া সাহা সাক্ষাত করেন।

বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে প্রিয়া সাহার বক্তব্য দেশব্যাপী সমালোচনা শুরু হয়।

হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বিভিন্ন দেশ থেকে আসা ধর্মীয় সংখ্যালঘু প্রতিনিধিদের সাথে বৈঠকের সময় প্রিয়া সাহা বলেন— ‘বাংলাদেশ থেকে ৩৭ মিলিয়ন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান নিখোঁজ হয়ে গেছে। দয়া করে আমাদের সাহায্য করুন। আমরা আমাদের দেশে থাকতে চাই।’

ওই সময় তিনি ট্রাম্পকে বলেন, তিনি তার জমি হারিয়েছেন, তার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়।

পরে ইউটিউবে তার বক্তব্যের একটি ব্যখ্যাও দেন প্রিয়া সাহা।

‘ঢেলে দেই? ...পরিবেশটা সুন্দর না? কোনো হৈ চৈ আছে?’...
তবে ২০১৯ সালে অনেকদিন ধরে যে শব্দটি সামাজিক মাধ্যমে ঘুরে ফিরে এসেছে তা হলো— ‘ঢেলে দেই?’

একটি ইসলামী ওয়াজ মাহফিলে গিয়াস উদ্দিন আত-তাহেরীর বক্তব্যের একটি অংশ এবং তা নিয়ে প্যারোডি ও ট্রল সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছিল।

আলোচিত এই মুফতির একটি ওয়াজে দেখা গেছে, হাতে একটি চায়ের কাপ নিয়ে তাতে চুমুক দেন তিনি। এরপর বলেন, ‘কেউ কথা কইয়েন না, একটু চা খাব? ...আপনারা খাবেন? ঢেলে দেই? ... ভাই পরিবেশটা সুন্দর না? কোনো হৈ চৈ আছে?..।’

তার এই বক্তব্য পরিণত হয় ফেসবুক মিমে। তার কথাগুলো নিয়ে আজাইরা লিমিটেড নামের একটি ইউটিউব চ্যানেলে একটি প্যারোডি গান প্রকাশ করে। ‘ঢেলে দেই’ শিরোনামে গানটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়ে পড়ে।

জামালপুর ডিসি-র খাস-কামরার ভিডিও...
বছরজুড়ে আলোচিত ঘটনাগুলোর মধ্যে অন্যতম একটি জামালপুরের ঘটনা।

সেখানে একজন জেলা প্রশাসকের খাস কামরায় এক নারীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও টেপ তুমল সমালোচনার জন্ম দিয়েছিল সামাজিক মাধ্যমে।

পরবর্তীতে এই ভিডিওর জের ধরে তাঁকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

২০১৯ সালে গুগলে যেসব বিষয় নিয়ে বাংলাদেশের মানুষ বেশি সার্চ দিয়েছিল ‘ডিসি জামালপুর’ও ছিল তার মধ্যে।

রূপপুরে বালিশ কাণ্ড...
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে অস্বাভাবিক দামে বালিশ কেনার বিষয়টি ব্যাপক আলোচনায় ছিল।

প্রকাশিত খবরে বলা হয়, এতে প্রতিটি বালিশের দাম ৫৯৫৭ টাকা এবং বালিশ ফ্ল্যাটে উঠানোর জন্য ৭৬০ টাকা ধরা হয়। এছাড়াও বৈদ্যুতিক চুলা ৭৭৪৭ টাকায় কিনে নীচতলা হতে উপরে তোলার জন্য ৬৬৫০ টাকা ব্যয় হয়।

এ বিষয়ে সর্বশেষ দুর্নীতি দমন কমিশন— দুদক ১৩ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে ডিসেম্বরের শেষের দিকে।

একই সময়ে নানা প্রতিষ্ঠানেও সরকারি ক্রয় সংক্রান্ত কাজে নানা অনিয়ম ও দুর্নীতির খবরগুলোও প্রকাশিত হয় যা নিয়ে ব্যাপক আলোচনা চলে সামাজিক মাধ্যমে।

‘ঢাকা লস এঞ্জেলস’...
‘আকাশ থেকে ঢাকা শহরকে লস অ্যাঞ্জেলেস মনে হয়। কুড়িল ফ্লাইওভার দেখলে মনে হয় এটি কোনো সিনেমার দৃশ্য’ তথ্যমন্ত্রী হাসান মাহমুদের এমন মন্তব্যের পর ফেসবুকে এ নিয়ে নানা মিম বানানো হয়।

ঢাকার বিভিন্ন এলাকাকে বিভিন্ন নামকরণ করে ট্রল হতে থাকে সামাজিক মাধ্যমে।

হালিতে পেঁয়াজ বিক্রি...
এ বছর পেঁয়াজের দাম রেকর্ড পরিমাণ বেড়ে যাওয়ায় এ নিয়ে দেশটির বাসিন্দাদের মধ্যে যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া তৈরি হয়, তার বহি:প্রকাশ দেখা যায় সামাজিক মাধ্যমে। অনেকেই রসিকতাও করতে শুরু করেছন।

ফেসবুকে যেমন 'হালিতে পেঁয়াজ কেনা', 'বেড়াতে এলে পেঁয়াজ নিয়ে আসুন', 'বিয়েতে পেঁয়াজ উপহার' দেয়ার মতো নানা কথায় বেশ কিছুদির ভরপুর ছিল ফেসবুক।

এমনকি পেঁয়াজের এই চড়া দামের কারণে কুমিল্লায় বিয়ের অনুষ্ঠানে পেঁয়াজ উপহার দেয়ার ঘটনাও ঘটেছে।

‘সেদিন বোরে না ভোরে?’
রিয়েলিটি শো ‘কে হবে মাসুদ রানা’ প্রাথমিক বাছাইপর্বের কিছু ক্লিপ ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বিশেষ করে পরিচালক ইফতেখার আহমেদ ফাহমী ও অভিনেত্রী শবনম ফারিয়ার উপস্থিতিতে এক প্রতিযোগিতার গান ‘সেদিন বোরে’ ভাইরাল হয়ে যায় ফেসবুকে।

এছাড়া বিচারকদের বিভিন্ন মন্তব্য নিয়ে নানা ধরনের ট্রল,আলোচনা, সমালোচনাও চলে বিভিন্ন মাধ্যমে।

অন্যান্য...
বছরজুড়ে রাজনৈতিক, সামাজিক, খেলাধুলাসহ বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে বেশ আলোচনা ছিল।

ভারতে ভাইরাল হওয়া রাণু মণ্ডলের গান, রোদ্দুর রায়ের ‘চাঁদ উঠেছিল গগনে’ নিয়ে বাংলাদেশেও ব্যাপক ট্রল হয়।

তবে বছরের শেষ দিকে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া অন্যতম একটি বিষয় ছিল মিথিলা-সৃজিতের বিয়ে।

গুগল ট্রেন্ডিংয়েও যার বহিঃপ্রকাশ ঘটেছে। যেমন— যেসব খবর নিয়ে মানুষ জানতে চেয়েছে তার মধ্যে শীর্ষ পাঁচটি তালিকার মধ্যে শীর্ষে রয়েছে শিক্ষা বোর্ডের ফলাফল। এছাড়াও আগ্রহ ছিল সাইক্লোন ফনি, সাইক্লোন বুলবুল, ডেঙ্গু জ্বরের লক্ষণ ও ডিসি জামালপুরের খবরের প্রতি।

সাকিব আল হাসান, মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন, সারা আলী খান ও শামস ভাই— এই পাঁচ ব্যক্তির বিষয়ে জানার আগ্রহ বেশি ছিল বাংলাদেশের মানুষের।

এছাড়া খেলাধুলার ক্ষেত্রে বাংলাদেশ বনাম ভারত, ক্রিকবাজ লাইভ স্কোর, এসএসসি রেজাল্ট ২০১৯, আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১৯ ও কোপা আমেরিকা ২০১৯ এর বিষয়ে বেশি আগ্রহ ছিল মানুষের।

আগামীনিউজ/এএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে