Dr. Neem on Daraz
Victory Day

২৬ মার্চ থেকে চলবে ঢাকা-নিউ জলপাইগুড়ি ট্রেন


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২১, ১২:২৭ পিএম
২৬ মার্চ থেকে চলবে ঢাকা-নিউ জলপাইগুড়ি ট্রেন

ছবি: সংগৃহীত

ঢাকাঃ বাণিজ্য ও পর্যটন বাড়াতে আগামী ২৬ মার্চ থেকে চলাচল শুরু করবে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ভারতের নিউ জলপাইগুড়ি পর্যন্ত যাত্রীবাহী ট্রেন। আবার ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি আসবে ফিরতি ট্রেন। প্রতি সপ্তাহের সোম ও বৃহস্পতিবার অর্থাৎ দুদিন ট্রেনটি যাতায়াত করবে।

কলকাতা থেকে ঢাকা পর্যন্ত মৈত্রী এক্সপ্রেসের পর বাংলাদেশ-ভারত রেল যোগাযোগ আবার স্থাপিত হচ্ছে।

বাংলাদেশের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার মোহাম্মদ শহীদুল্লাহ ইসলাম, ভারতের নর্থ ফ্রন্টিয়ার রেলের ডিভিশনাল ম্যানেজার রবীন্দ্র কুমার এবং শিয়ালদহ ডিভিশনের ডিআরএম শৈলেন্দ্র একটি যৌথ সাংবাদিক বৈঠক করেন।

বৈঠকে তারা জানান, অবিলম্বে ট্রেনটির নাম ও টিকিটের মূল্য ধার্য করা হবে। আপাতত ১০ কামরার ট্রেনটি ৯ ঘণ্টায় ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা নন স্টপ যাত্রা করবে।

আগামীনিউজ/এএইচ   

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে