Agaminews
 অমর একুশে
Dr. Neem Hakim

কানাডায় ৩ বাংলাদেশি শিক্ষার্থী নিহত


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২১, ১০:৪৯ এএম
কানাডায় ৩ বাংলাদেশি শিক্ষার্থী নিহত

সংগৃহীত

ঢাকাঃ কানাডার ম্যানিটোবায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টায় ইন্টারলাক সম্প্রদায়ের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আল নোমান আদিত্য, রসুল বাধন এবং অরণ্য আসাদ চৌধুরী।তারা সবাই ইউনিভার্সিটি অফ ম্যানিটোবায় পড়াশোনা করতেন।

ইসলামিক অ্যাসোসিয়েশনের বরাত দিয়ে সিবিসি নিউজ জানায়, উইনিপেগ থেকে প্রায় ১১৫ কিলোমিটার উত্তরে হেকলা অঞ্চল থেকে তিন বন্ধু ফিরছিলেন। তারা ইন্টারলাক সম্প্রদায়ের এলাকায় পৌঁছালে দুটি গাড়ির সংঘর্ষের কবলে পড়েন। তাৎক্ষণিক রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

সংবাদমাধ্যমটি জানায়, আরসিএমপি তদন্তের জন্য মহাসড়কের একটি অংশ কয়েক ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল। 

ইসলামিক অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান তাসনীম ভালি জানান, এ ঘটনায় কানাডায় প্রবাসীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আগামীনিউজ/এএস