Agaminews
Dr. Neem Hakim

দ. আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশি নিহত


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২১, ০৭:১০ পিএম
দ. আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশি নিহত

প্রতীকী ছবি

ঢাকাঃ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে নজরুল ইসলাম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় দেশটির নর্থ ওয়েস্ট প্রদেশের ক্লার্সড্রপ শহর সংলগ্ন এলাটন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি নোয়াখালীতে।

জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একদল সশস্ত্র কৃষাঙ্গ ডাকাত দোকানে প্রবেশ করলে নজরুল তাদের বাধা দেন। এ সময় নজরুলের কপালে তিন রাউন্ড গুলি করে ডাকাতরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আগামীনিউজ/নাসির