Agaminews
Dr. Neem Hakim

মালয়েশিয়ায় বজ্রপাতে এক বাংলাদেশির মৃত্যু


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: জুন ২৪, ২০২০, ১০:০৫ পিএম
মালয়েশিয়ায় বজ্রপাতে এক বাংলাদেশির মৃত্যু

প্রতীকী ছবি

মালয়েশিয়ায় বজ্রপাতে মোহাম্মদ তারেক পরামাণিক (৩০) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিকাল ৫টায় দেশটির টেরেংগানুর কেমামান জেলার বান্ডার সিনি নামক এলাকায় এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত বাংলাদেশির দেশের ঠিকানা জানা যায়নি।

কেমামান জেলা পুলিশ সুপার হানিয়ান রামলান জানান, নিজের ঘর থেকে পায়ে হেঁটে ১শ' মিটার দূরে বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনাস্থলের পাশে থাকা বাংলাদেশি আরিফুল জানান, হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। এগিয়ে এসে দেখি আমার দেশের মানুষ নিহত হয়েছেন। নিহত বাংলাদেশির মরদেহ ময়নাতদন্তের জন্য কেমামান হাসপাতালে রাখা হয়েছে।

আগামীনিউজ/যু/জেএফএস

Dr. Neem