Agaminews
Dr. Neem Hakim

সৌদি সড়ক কেড়ে নিল বাংলাদেশি যুবকের প্রাণ


আগামী নিউজ | প্রবাসী প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২২, ২০২০, ০৮:৩৬ এএম
সৌদি সড়ক কেড়ে নিল বাংলাদেশি যুবকের প্রাণ

ঢাকা : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আবদুল্লাহ আল নোমান (৩০) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। 

শনিবার (২১ মার্চ) স্থানীয় সময় রাত ৮টার সময় তাবুক রোডে আল-হায়াত নামক স্থানে তিনি বালু ঝড়ের কবলে পড়লে এই দুর্ঘটনা ঘটে। এ সময় নূর নবী নামে আরো এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত নোমানের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চরহাজারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে। তিনি দীর্ঘদিন ধরে বিডি ফুডস কোম্পানির সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন।

আগামীনিউজ/মিজান

Dr. Neem