-20210209124737.jpg) 
                            ছবিঃ সংগৃহীত
কুড়িগ্রামঃ জেলার ফুলবাড়ী উপজেলার উত্তর শিমুলবাড়ী এলাকা থেকে হাতকড়াসহ র্যাবের হাত থেকে পালিয়েছে এক মাদক ব্যবসায়ী ।
গতকাল সোমবার বিকালে ফুলবাড়ী উপজেলার উত্তর শিমুলবাড়ী এলাকায় লাবুু মিয়া (২২) পালিয়ে যায় এক আসামী । সে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের জায়গিরটারী গ্রামের আতাউর রহমান আতা মিয়ার ছেলে।
রংপুর র্যাব-১৩ এর উপ-পরির্দশক (এসআই) সুকুমার সরকার জানায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে একদল ফোর্সসহ উত্তর শিমুলবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থান নেয়। এসময় মাদক ব্যবসায়ী লাবু মিয়াকে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতে নাতে আটক করা হয়। পরে তাকে হাতকড়া পড়িয়ে গাড়ীতে উঠানোর প্রস্তুতি নেয়ার সময় র্যাব সদস্য শফিকুল ইসলামকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তাৎক্ষনিক অনেক চেষ্টা করা হলেও তাকে আটক করা সম্ভব হয়নি। পরে তার বিরুদ্ধে ফুলবাড়ী থানায় সোমবার রাতে মামলা করা হয়েছে।
রংপুর র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার শহিদার রহমান জানান, মাদকসহ আটক আসামীকে গাড়ীতে উঠানোর সময় এ এস আই শফিকুল ইসলামকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।পরে তার বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা করা হয়েছে। হ্যান্ডকাফটি উদ্ধারের তৎপরতা চলছে।
ফুলবাড়ি থানার ওসি রাজীব কুমার রায় মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, লাবুর বিরুদ্ধে মাদক ও পলায়ন সংক্রান্ত মামলা দায়ের করেছে র্যাব-১৩।
আগামীনিউজ/নাসির
-20251013141837.jpg) 
      -20251013095452.jpg) 
       
       
       
      -20250923081410.jpg) 
       
       
       
      -20250815155757.jpg)