Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

এই সরকারের পতন হলো বলে : মির্জা আব্বাস


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক, খুলনা প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৩, ১২:২২ এএম
এই সরকারের পতন হলো বলে : মির্জা আব্বাস

খুলনাঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সারাদেশের মানুষ আজ জেগে উঠেছে। মনে হচ্ছে ঈদের আগের চাঁদ রাত। এই সরকারের পতন হলো বলে। ক্ষমতা ধরে তো রাখতে পারবে না।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে সরকার পতনের দাবিতে রোড মার্চ শেষে খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।    
 
মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্যাংশন মানেন না, নির্বাচন করবেন। আমরাও বলি নির্বাচন তো করতেই হবে। তবে তা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আপনারা যে সংবিধানের অধীনে নির্বাচনে এসেছিলেন, সেই সংবিধানে নির্বাচন হতে হবে।
 
তিনি আরও বলেন, সেলফিতে বিএনপির মাথা খারাপ হয়নি, স্যাংশন খেয়ে আওয়ামী লীগের মাথা খারাপ হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না।

বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশনেত্রীকে বিদেশে চিকিৎসার জন্য মহাসচিবের বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টা সময় প্রায় শেষ হতে চলেছে। ওই সময়ের মধ্যে না হলে পরিণাম ভয়ানক হবে। তাই অবিলম্বে তাকে (খালেদা জিয়া) মুক্তি ও বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

খুলনার শিল্পাঞ্চলের বিষয়ে মির্জা আব্বাস বলেন, খুলনায় আওয়ামী লীগ সব পাটকল বন্ধ করে দিয়েছে। সেই চিন্তা আওয়ামী লীগ করেন না। ডিমের হালি ৬০ টাকা, চালের কেজি ৭০ টাকা, শ্রমিকরা খেতে পারেন না। সেই চিন্তা আওয়ামী লীগ করে না। এই সরকার কিছু মানুষকে হত্যা করতে পারবে, গুম, খুন গ্রেপ্তার করতে পারবে। কিন্তু গণতন্ত্রকামী মানুষের জোয়ার ঠেকাতে পারবে না।

দলটির নেতাকর্মীরা জানান, দুপুর ১২টার দিকে খুলনা বিভাগের ঝিনাইদহ জেলা থেকে রোর্ড মার্চ শুরু হয়ে মাগুরা-যশোর-নওয়াপাড়া-ফুলতলা হয়ে খুলনার শিববাড়ি মোড়ে শেষ হয়।  

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।  

এছাড়া অতিথি ছিলেন— চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমি, খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, মানব অধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, শিক্ষা বিষয়ক সম্পাদক ড. ওবায়দুল ইসলাম, খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, উপ কোষাধ্যক্ষ মাহমুদ আলম খান বাবু, কেন্দ্রীয় নেতা অমলেন্দু দাস অপু, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান প্রমুখ। 

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, আবু হোসেন বাবু, সৈয়দা রেহেনা ঈশা প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি।


এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে