Dr. Neem on Daraz
independent day of bangladesh

নোয়াখালীতে ১০ মন জাটকা ইলিশ জব্দ


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, নোয়াখালী প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৩, ১২:৫০ পিএম
নোয়াখালীতে ১০ মন জাটকা ইলিশ জব্দ

নোয়াখালীঃ সদর উপজেলায় অভিযান চালিয়ে ১০ মন জাটকা জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার নোয়াখালী পৌরসভার সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক বায়েজীদ বিন আকন্দ।

বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। তিনি বলেন, অভিযান চালিয়ে ১০ মন জাটকা ইলিশ মাছ জব্দ করা হয়। পরে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে দুটি পৃথক মামলায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত মাছ সরকারি শিশু পরিবারসহ আরো ২০টি এতিমখানায় বিতরণ করা হয়েছে। 

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেছে সোনাপুর ফাঁড়ির একদল পুলিশ এবং সদর উপজেলা মৎস্য কর্মকর্তা।

মুজাহিদুল ইসলাম সোহেল/বুইউ