Dr. Neem on Daraz
Victory Day

মমেকের করোনা ইউনিটে আরও ২ জনের মৃত্যু


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২২, ১১:৪০ এএম
মমেকের করোনা ইউনিটে আরও ২ জনের মৃত্যু

ময়মনসিংহঃ গত ২৪ ঘণ্টায় মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে করোনা ইউনিটে আরও ২ জনের মৃত্যু হয়েছে। তারা করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

শনিবার (১৫ জানুয়ারি) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ময়মনসিংহের তারাকান্দা উপজেলার আসাদুজ্জামান (৬৫) ও নান্দাইলের রসুল মিয়া (৪৩)। এ নিয়ে চলতি মাসের ১৫ দিনে ইউনিটটিতে করোনা ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হলো। 

তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে মোট ৪২ জন রোগী ভর্তি আছেন। আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ৩ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৯ জন ও সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ১৩০ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জন করোনা শনাক্ত হয়েছে।

আগামীনিউজ/বুরহান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে