Dr. Neem on Daraz
Victory Day

ঝিনাইদহে সরকারি খরচে বিদেশ যাওয়ার সুযোগ পাচ্ছে ২’শ জন বেকার যুবক


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২১, ০২:২৩ পিএম
ঝিনাইদহে সরকারি খরচে বিদেশ যাওয়ার সুযোগ পাচ্ছে ২’শ জন বেকার যুবক

ছবিঃ আগামী নিউজ

ঝিনাইদহঃ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চাকুরি মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে সরকারি খরচে সৌদি আরব যাওয়ার সুযোগ পাচ্ছে ২’শ জন চাকুরি প্রত্যাশী। রোববার (২৪ অক্টোবর) সকাল থেকে টিটিসি প্রাঙ্গণে বিদেশগামীদের স্বাক্ষাতকার গ্রহণ করা হয়। চাহিদা অনুয়ায়ী পাওয়ায় আবেদনকারীদের মধ্যে ২’শ জনকে ইয়েস কার্ড প্রদাণ করা হয়।

টিটিসির অধ্যক্ষ রুস্তম আলী জানান, রোববার দিনব্যাপী স্বাক্ষাতকার গ্রহণের মাধ্যমে ২ জনকে ইয়েস কার্ড প্রদাণ করা হয়েছে। ‘ম্যাক্স ম্যানেজমেন্ট এন্ড সার্ভিসেস’ নামের একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আগামী ৪৫ দিনের মধ্যে ভ্যাকসিন গ্রহণ করে সরকারি খরচে সৌদি যেতে পারবেন তারা। 

স্বাক্ষাতকার গ্রহণের সময় টিটিসি’র কর্মকর্তা ছাড়াও ‘ম্যাক্স ম্যানেজমেন্ট এন্ড সার্ভিসেস’র পরিচালক মেহেদি হাসান, সরকারী পরিচালক তানিম হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আগামীনিউজ/বুরহান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে