দিনাজপুরে নানা কর্মসূচীতে পালিত হচ্ছে শোক দিবস
                        
                        
                            
                                 আগামী নিউজ | দিপংকর রায়, দিনাজপুর জেলা প্রতিনিধি                                 প্রকাশিত: আগস্ট ১৫, ২০২১,  ১২:৫৪ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ছবিঃ আগামী নিউজ
                                                
                            
                            
                            
                            
                        
                        দিনাজপুরঃ সারা দেশের ন্যায় নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস গভীর শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে।
 
১৫ আগষ্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, মহান স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচীতে জেলা, উপজেলা প্রশাসনসহ বাংলাদেশ আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠন জাতীয় ও দলীয় পতাকা অর্ধনিমিত উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করছে।
 
আজ সকালে জাতির পিতা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহীদের প্রতি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ, গভীর শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম (এম পি), জেলা প্রাশসক খালিদ মোহাম্মদ জাকি, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার)সহ বিভিন্ন সংগঠন।