পাবনায় জাতির পিতার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা
                        
                        
                            
                                 আগামী নিউজ | মীর্জা অপু, পাবনা প্রতিনিধি                                 প্রকাশিত: আগস্ট ১৫, ২০২১,  ১২:০৬ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ছবিঃ আগামী নিউজ
                                                
                            
                            
                            
                            
                        
                        
পাবনাঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পাবনা ৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
 
দিনটির প্রথম প্রহর রাত ১২.১ মিনিটে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধু‘র প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন তিনি। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, ধর্মবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ প্রমুখ।