ফরিদপুর র্যাবের হাতে বিদেশী পিস্তল, ইয়াবাসহ তিন মাদক কারবারী আটক
                        
                        
                            
                                 আগামী নিউজ | সুমন ইসলাম, ফরিদপুর জেলা প্রতিনিধি                                 প্রকাশিত: আগস্ট ৬, ২০২১,  ০১:৪৪ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ছবি: সংগৃহীত
                                                
                            
                            
                            
                            
                        
                        
ফরিদপুরঃ একটি বিদেশী পিস্তল, নয় হাজার দুইশ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারীকে আটক করেছে র্যাব-৮, ফরিদপুরের একটি আভিযানিক দল। শুক্রবার সকালে র্যাব-৮, ফরিদপুরের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সাংবাদিক সম্মেলনে, র্যাব-৮, ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক, মেজর মো. খালেদ মাহমুদ জানান, ৫ আগষ্ট গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল রাজবাড়ী জেলার পাংশা থানার ভট্রার্চায গ্রামে অভিযান চালিতে মাদক বেচা কেনার সময় তিন ব্যাক্তিকে আটক করে।
 
এরা হলেন, রাজবাড়ী জেলার মো. আশরাফুজ্জামান ও মো. মিন্টু মন্ডল এবং পিরোজপুরের মো. মামুন সিকদার। পরে তাদের নিকট থেকে একটি বিদেশী পিস্তল ও নয় হাজার দুইশ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় আটককৃতদের নিকট থেকে ছয়টি মোবাইল উদ্ধার করা হয়।
 
র্যাবের ওই কর্মকর্তা জানান, চক্রটি দীর্ঘদিন ধরে পাংশা থানার বিভিন্ন এলাকায় মাদক কেনা বেচা করে আসছিলো। তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে রাজবাড়ী জেলার পাংশা থানায় অস্ত্র ও মাদক নিয়ন্ত্রন আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন