Dr. Neem on Daraz
Victory Day

কুমিল্লায় করোনায় মৃত্যু ৯, শনাক্ত ৪৪১


আগামী নিউজ | গাজী জাহাঙ্গীর আলম জাবির, কুমিল্লা জেলা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২১, ২০২১, ০৭:০৩ পিএম
কুমিল্লায় করোনায় মৃত্যু ৯, শনাক্ত ৪৪১

ফাইল ফটো

কুমিল্লাঃ বেড়ে চলেছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। নিয়ন্ত্রণে আসছে না পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় ৪৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। 
 
আক্রান্তের হার ৪৫ দশমিক ০ শতাংশ। এ সময় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো নয় ৯ জন। এসব তথ্য রবিবার বিকেলে আগামী নিউজকে নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন মীর মোবারক হোসাইন।
 
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ২০ মঙ্গলবার  জুলাই  বিকেল থেকে ২১ বুধবার জুলাই বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে  ৯৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪৪১ জনের করোনা শনাক্ত হয়েছে।
 
আক্রান্তদের মধ্যে ১৭৮ জনই কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা। বাকিদের মধ্যে  আর্দশ সদরের ১, বুড়িচংয়ের ৫, ব্রাহ্মণপাড়ার ৬, চান্দিনার ৩৮, চৌদ্দগ্রামের ৭৫, দেবিদ্বারের ৩৯, লাকসামের ৩,  নাঙ্গলকোটের ১৭, বরুড়ার ৩২, মনোহরগঞ্জের ১,   মুরাদনগরের ২৮, হোমনায় ১৭, মেঘনায় ১ জন শনাক্ত হয়েছেন।
 
মৃতদের মধ্যে কুমিল্লা সিটিতে ৪, বরুড়ার ২, চান্দিনায় ১, দেবিদ্বারের ১, দাউদকান্দির ১ জন।
 
জেলায় এখন পর্যন্ত ২২হাজার ৪০৬জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬২৪জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩৮জন। এ নিয়ে জেলায় সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৫৬৬।
 
সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন,কুমিল্লায় আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও। যদি এ মুহুর্তেও মানুষের মাঝে সচেতনতা না বাড়ে, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে