কুমারখালীতে পরিবহন শ্রমিকরা পেল খাদ্যসামগ্রী
                        
                        
                            
                                 আগামী নিউজ | হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা প্রতিনিধি                                 প্রকাশিত: জুলাই ১৫, ২০২১,  ০২:৩২ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ছবিঃ আগামী নিউজ
                                                
                            
                            
                            
                            
                        
                        
কুষ্টিয়াঃ জেলার কুমারখালীতে করোনায় ক্ষতিগ্রস্থ পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
 
বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে মাননীয় প্রধানমন্ত্রীর  উপহার সামগ্রী বিতরণ করেন কুষ্টিয়া- ৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ।  
 
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে  করোনায় ক্ষতিগ্রস্থ ১৫০ জন পরিবহন শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
 
এসময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  মাহমুদুল ইসলাম, শিলাইদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাহউদ্দিন খান তারেক প্রমুখ।