চুনারুঘাটে আরো ৬ জন করোনাক্রান্ত
                        
                        
                            
                                 আগামী নিউজ | শংকর শীল, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি                                 প্রকাশিত: জুলাই ৬, ২০২১,  ০১:২৯ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ফাইল ফটো
                                                
                            
                            
                            
                            
                        
                        
হবিগঞ্জঃ জেলার চুনারুঘাটে আরো ৬জনের শরীরে করোনা পজিটিভ এসেছে। 
এ উপজেলায় পর্যন্ত মোট আক্রান্ত ৩৩৫ জন। সোমবার (৫ জুলাই) রাত ১১টায় এ তথ্য নিশ্চিত করেন চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোজাম্মেল হোসেন। 
 
তিনি বলেন, মোট সুস্থ হয়েছেন ৩০৮ জন, আইসোলেসনে আছেন ২৬ জন ও মৃত্যু হয়েছে ১জনের।
 
ডা. মো. মোজাম্মেল হোসেন আহ্বান জানিয়ে বলেন, অতি জরুরী প্রয়োজন ছাড়া বাহিরে বের হবেন না। বাহিরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করুন। সরকারি বিধিনিষেধ মনে চলুন।