কুমিল্লায় করোনা শনাক্ত ৩৬, মৃত্যু ২
                        
                        
                            
                                 আগামী নিউজ | গাজী জাহাঙ্গীর আলম জাবির, কুমিল্লা জেলা প্রতিনিধি                                 প্রকাশিত: জুন ২৬, ২০২১,  ০৬:১১ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ফাইল ফটো
                                                
                            
                            
                            
                            
                        
                        কুমিল্লাঃ গতকাল ২৬ জুন কুমিল্লা জেলায়  নতুন করে আরো ২৬ জনের  পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৪৬ জন।
 
আজকের রিপোর্টে  অনুযায়ী দুইজনের  মৃত্যু হয়েছি। যাহার ফলে মৃত্যুর সংখ্যা ৪৬৯ জনে দাঁড়ালো।সদর দক্ষিণ ১জন  মনোহরগঞ্জ ১ জন।
 
এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা সিটি ১৯ জন, আর্দশ সদর ১জন,  লাকসাম ৩জন, চান্দিনা ৩ জন, ব্রাক্ষণপাড়া ১ জন, মুরাদনগর ১ জন, মনোহরগঞ্জ ১ জন, নাঙ্গলকোট ৭ জন।
 
আজকের রিপোর্টে  সুস্থ ৫৮ জন দেখানো হয়েছে। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১১ হাজার ৫৭০ জন করোনা রোগী। আজকের সুস্থ সিটি কর্পোরেশন ১০ জন, নাঙ্গলকোট ২০ জন, মুরাদনগর ৮ জন, বুড়িচং ২৮ জন।
 
গতকাল ২৬জুন বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা:মীর মোবারক হোসাইন।
 
সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৮২ হাজার ৬৪৬ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৮১হাজার ৮৮৬ জনের। এর মধ্যে ১৩ হাজার ৭৪৬জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। বিদেশগামী যাএীদের নমুনা পরীক্ষা আজকের রিপোর্ট প্রাপ্তি:  ১১৩ এদের মধ্যে নতুন সনাক্ত: ৩।