বাবার কবরের পাশে শায়িত হলেন ধামইরহাট ইউপি চেয়ারম্যান
                        
                        
                            
                                 আগামী নিউজ | মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি                                 প্রকাশিত: জুন ১৮, ২০২১,  ১২:৪৯ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ফাইল ফটো
                                                
                            
                            
                            
                            
                        
                        নওগাঁঃ জেলার ধামইরহাটের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুজ্জামান মন্ডল গত ১৭ জুন অসুস্থতার কারনে রামেক হাসপাতালে ইন্তেকাল করেন।
 
আজ (১৮ জুন) সকাল ১০ টায় চকইলাম-দৃর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে  বাবা মনছের আলী মন্ডলের কবরের পাশে চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডলকে চিরশায়িত করা হয়।
 
উপজেলার উত্তর দৃগাঁপুর গ্রামের  মৃত মনছের আলী মন্ডলের ছেলে উমার ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুজ্জামান মন্ডল (৫৮) গত ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি থেকে মনোনিত ধানের শীষ প্রতিক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। দীর্ঘ ৫ বছর তিনি সুনামের সহিত ইউনিয়নে পরিষদের দায়িত্ব পালন করেছেন।  
 
অসুস্থতার কারনে ৮ জুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন, অবস্থায় অবনতি হলে পরীক্ষা-নিরিক্ষা শেষে ১০ জুন তাকে আইসিইউতে নেয়া হয়। সর্বশেষ ১৭ জুনু দুপুর সোয়া ২ টায় রামেক হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। 
 
তার জানাজায় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আজাহার আলী মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার গণপতিরায়, সাবেক উপজেলা চেয়ারম্যান মঈন উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান এ্যাঃ আইয়ুব হোসেন, মুক্তি যোদ্ধাসহ হাজারও মুসল্লি উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি মা ২ স্ত্রী ৩ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।