Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

ঝিনাইদহে করোনায় আক্রান্ত ২১


আগামী নিউজ | এম বুরহান উদ্দীন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি প্রকাশিত: জুন ১০, ২০২১, ০২:৩১ পিএম
ঝিনাইদহে করোনায় আক্রান্ত ২১

ফাইল ফটো

ঝিনাইদহঃ গত ২৪ ঘন্টায় ৫৮ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ সিভিল সার্জন ডা: সেলিনা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন 
 
তিনি আগামী নিউজকে জানান, বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাব থেকে আসা করোনার ফলাফলে ৫৮ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ঝিনাইদহ সদরে ৫ জন, শৈলকুপায় ৬, হরিণাকুন্ডুতে ৪ জন, কালীগঞ্জে ৫ জন ও মহেশপুর উপজেলায় ১ জন আক্রান্ত হয়েছেন।
 
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩১ জন। মোট সুস্থ হয়েছেন ২৭৬৯ জন ও মোট মৃত্যু’র সংখ্যা ৫৭ জন। তবে গত ২৪ ঘন্টায় কেউ মারা যায়নি।