ময়মনসিংহে করোনায় প্রাণ গেল ইউনিয়নের সচিবের
                        
                        
                            
                                 আগামী নিউজ | আনোয়ার সাদত জাহাঙ্গীর, ময়মনসিংহ প্রতিনিধি                                 প্রকাশিত: মে ৮, ২০২১,  ১১:২৯ এএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ছবি সংগৃহীত
                                                
                            
                            
                            
                            
                        
                        
ময়মনসিংহঃ ঈশ্বরগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে রাজিবপুরএক ইউনিয়ন পরিষদের সচিব আব্দুস সালামের মৃত্যু হয়েছে।
 
শুক্রবার ভোর ৪টায় ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজিবপুর ইউনিয়নের সচিবের মৃত্যু হয়। ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।
 
জানা যায়, প্রায় ১০দিন পূর্বে তিনি করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন।পরে পরীক্ষায় তার করোনা পজেটিব আসে। দীর্ঘদিন  চিকিৎসারপর বৃহষ্পতিবার করোনা টেস্টে নেগেটিভ আসে। তারপর ও শুক্রবার ভোর ৪টায় তিনি মারা মৃত্যু বরন করেন।আজ জুম্মার নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
 
আগামীনিউজ/এএস