করোনায় রাঙ্গামাটি জেলায় ১ কোটি ২৫ লক্ষ টাকা বরাদ্দ
                        
                        
                            
                                 আগামী নিউজ | রাঙামাটি সদর প্রতিনিধি                                 প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২১,  ০৬:০০ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ছবিঃ আগামী নিউজ
                                                
                            
                            
                            
                            
                        
                        রাঙামাটিঃ বৈশ্বিক মহামারি করোনার চলমান লকডাউনে রাঙ্গামাটিতে কর্মহীন হয়ে পড়া দরিদ্র পরিবারকে মানবিক সহায়তা দিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিব মোহাম্মদ  মোহসীন ১ কোটি ২৫ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে। এতে রাঙ্গামাটি সদরসহ হাজারের অধিক পরিবার উপকৃত হবে। রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান রবিবার (২৫ এপ্রিল) বিকাল তিনটায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
 
জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান আগামী নিউজকে জানান, পার্বত্য জেলা রাঙ্গামাটিতে কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষদের মাঝে ত্রাণ বিতরণের জন্য সরকার রাঙ্গামাটি সদর উপজেলাসহ ১০ টি উপজেলায় প্রতিটি ইউনিয়নে অসহায় প্রতি পরিবারকে নগদ ৫০০ টাকাসহ আড়াই লক্ষ টাকা করে মোট ৫০ টি ইউনিয়নে ১ কোটি ২৫ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া রাঙ্গামাটি পৌরসভার জন্য ২ লক্ষ টাকা, বাঘাইছড়ি পৌরসভার জন্য ১ লক্ষ টাকা, রাঙ্গামাটি জেলা প্রশাসনের জন্য ২ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
 
প্রতি পরিবারকে নগদ ৫০০ টাকা করে দেওয়া হচ্ছে। সেটা ডিসি অফিসের যে তহবিল সেখান থেকে দেওয়া হচ্ছে কিনা জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, এটা ডিসি অফিসের তহবিল থেকে দেওয়া হচ্ছে না। ১ কোটি ২৫ লক্ষ টাকার বরাদ্দ থেকে সদর উপজেলায় যেটা দেওয়া হয়েছে সেখান থেকে এবং প্রতি পরিবারকে নগদ ৫০০ টাকা ক্যাশ আউট এর মাধ্যমে দেওয়া হবে। তিনি আরও বলেন, ভিজিএফ বরাদ্দ যেটা সেটি ১০ উপজেলার জন্য মোট ১৪ লক্ষ ৩ হাজার ৪৫০ টাকা বরাদ্দ এসেছে। রাঙ্গামাটি পৌরসভার জন্য এসেছে ৪,৬২১ টি কার্ডের অনুকূলে ৪৫০ টাকা হারে ২০ লক্ষ ৭৯ হাজার ৪৫০ টাকা। বাঘাইছড়ি পৌরসভার জন্য এসেছে ১,৫৪০ টি কার্ডের অনুকূলে ৪৫০ টাকা হারে ৬ লক্ষ ৯৩ হাজার টাকা। তবে ভিজিএফ এর বরাদ্দ এখনো আসেনি। আসলে পৌরসভার মেয়র এবং উপজেলা চেয়্যারম্যানদের কাছে চেক প্রদান করা হবে।
 
এছাড়া ভিজিএফ ব্যাপারে জেলা প্রশাসক আরো আগামী নিউজকে জানান, ভিজিএফ অর্থাৎ মৎস্যজীবীদের জন্য যেহেতু কয়েকমাস কাপ্তাই লেকে মাছ ধরা বন্ধ থাকবে। মে এবং জুন মাসের জন্য মোট কার্ডের সংখ্যা হলো ২২ হাজার ২৫৫ টি বরাদ্দের পরিমাণ হচ্ছে ৮৯০.২০০ মেট্রিক টন চাল। প্রতিটি পরিবার মাসে ২০ কেজি করে চাল পাবে।
 
আগামীনিউজ/এএস