বাগেরহাটে নতুন করে করোনায় আক্রান্ত ২৫ জন
                        
                        
                            
                                 আগামী নিউজ | বাগেরহাট জেলা প্রতিনিধি                                 প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২১,  ০৫:০৫ পিএম                            
                            
                            
                        
                        
                        
                                                    
                            ফাইল ফটো
                                                
                            
                            
                            
                            
                        
                        বাগেরহাটঃ সারা পৃথিবীতে করোনা ভাইরাসের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। এই সাথে বাংলাদেশেও নেহাত কম নই।গত বছরের তুলনাই এবার অনেক বেশি। বাগেরহাট জেলায়ও পড়েছে এর প্রভাব। বাগেরহাটে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ২৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। 
 
এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ১ হাজার ২৮৬ জনে। আক্রান্তদের মধ্যে বর্তমানে ৭ জন সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ৮৪ জন নিজ বাড়ীতে আইসোলেশনে আছেন। আর চিকিৎসা শেষে করোনামুক্ত হয়ে বাড়ী ফিরেছেন ১ হাজার ১২৬ জন। জেলায় সরকারী হিসেবে জনপ্রতিনিধি, চিকিৎসক, আইনজীবী, সরকারি কর্মচারি, সাংষ্কৃতিক কর্মী ও শিক্ষকসহ মোট ৩১ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।
 
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, বৃহস্পতিবার জেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৫ জন। এরমধ্যে করোনার হটস্পট বাগেরহাট সদরে উপজেলায় ১৯ জন, মোরেলগঞ্জে ৩ জন, মোংলায় ২ জন ও মোল্লাহাট উপজেলায় ১ জন রয়েছেন।
 
আগামীনিউজ/এএস